রাজবাড়ীর কালুখালীতে ধানখেত থেকে রুবেল মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রুবেল মন্ডল উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে।
রুবেল মন্ডলের পরিবার সূত্রে জানা গেছে, তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি গতকাল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি জানান, সকালে একজন চৌকিদারের মাধ্যমে মরদেহ পড়ে থাকার সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, মরদেহর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু কারণ জানতে কাজ করেছে পুলিশ।