Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত খোকন সরদার (৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম। 

এদিকে নিহত ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, খোকন সরদারের বাড়ি কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন এলাকায়। তাঁর প্রতিবেশী সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর (২৫) প্রায় সময় তাঁর বসতঘরের পাশ দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করত। গত ১৪ মার্চ জোবায়েরের মোটরসাইকেলের নিচে চাপা পড়ে একটি মুরগি মারা যায়। এ নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সঙ্গে জোবায়েরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে নিহত ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাঁকে মারধর করেন জোবায়ের। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে