Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে শিল্প-কারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির তালিকা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিল্প-কারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির তালিকা

বিদ্যুতের চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় করতে না পারায় গত জুলাই থেকে দেশব্যাপী শিডিউল করে লোডশেডিং দিচ্ছে সরকার। এবার বিদ্যুৎ চাহিদার চাপ কমাতে শিল্প-কারখানায় এলাকায়ও জোনভিত্তিক আলাদা সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাভিত্তিক শিল্প-কারখানায় আলাদা সাপ্তাহিক ছুটি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করার জন্য ১১ আগস্ট শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে এলাকাভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। 

সাপ্তাহিক ছুটি নির্ধারণের ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এলাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। গাজীপুরে ৫টি প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এগুলো হলো—ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসকো), ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ (ঢাকা-১), গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ (গাজীপুর-১), গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ (গাজীপুর-২), ময়মনসিংহ পল্লি বিদ্যুৎ সমিতি-২ (ময়মনসিংহ-২)।

গাজীপুরের শিল্প এলাকার জন্য নির্ধারিত সাপ্তাহিক ছুটির তালিকা: 

শুক্রবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে: 
ঢাকা-১ এর আওতাধীন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, ভান্নারা, সফিপুর ও ফুলবাড়িয়া এলাকা। 
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর জয়দেবপুর, সালনা এলাকা। 
গাজীপুর-২ এর আওতাধীন গাজীপুরের কাপাসিয়া, আমরাইদ, টোক, সিংহশ্রী, ঘাগুটিয়া, তরগাও বারিষাব, চাঁদপুর এলাকা। 
ময়মনসিংহ-২ এর আওতাধীন গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি, বেড়াইদের চালা, বয়েরার চালা এলাকা। 
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক এলাকা। 

শনিবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে:  
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর পুবাইল এলাকা। 
গাজীপুর ২ এর আওতাধীন গাজীপুর মহানগরীর কাওলতিয়া, সদর উপজেলার মির্জাপুর, মাস্টার বাড়ি এলাকা। 
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন, শীলমন, গোপালপুর, মিরাস পাড়া, পাগার এলাকা। 

রবিবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে:  
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা। 
গাজীপুর-২ এর আওতাধীন গাজীপুরের বাংলাবাজার, নয়াপাড়া, বাহাদুরপুর এলাকা। 
ময়মনসিংহ-২ এর আওতাধীন গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা। 
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর টঙ্গি পূর্ব থানা, ন্যাশনাল টিউব, ফাইসন্স, বনমালা এলাকা। 

সোমবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে: 
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা। 
গাজীপুর-২ এর আওতাধীন গাজীপুর সদর উপজেলার মনিপুর, পিরোজআলী এলাকা
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর ইজতেমা রোড (উত্তর) থেকে চেরাগ আলী এসকেসিসি (উত্তর) এলাকা। 

মঙ্গলবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে: 
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর কড্ডা এলাকা। 
গাজীপুর-২ এর আওতাধীন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, নয়াপাড়া, বানিয়ারচালা এলাকা। 
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর টঙ্গীর ইকুইপ রোড, দক্ষিণ আউচপাড়া, বাদাম, রেনাটা মেডিসিন ফ্যাক্টরি, মিল্কভিট্টা ফ্যাক্টরি এলাকা। 

বুধবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে: 
ঢাকা-১ এর আওতাধীন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, কালামপুর, বড়ইবাড়ি, মাটিকাটা এলাকা। 
গাজীপুর-১ এর আওতাধীন গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকা। 
গাজীপুর-২ এর আওতাধীন গাজীপুর মহানগরীর নলজানি, গাজীপুর সদর উপজেলার শিড়িরচালা, মেম্বার বাড়ি, ইন্দ্রবপুর এলাকা। 
ময়মনসিংহ-২ এর আওতাধীন গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভা ও আস্পাস এলাকা, বাঘনাহাটি, বৈরাগীচালা, বর্মী, টেংরা, উজিলাব এলাকা। 
ডেসকোর আওতাধীন গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাশ, খাপাড়া রোড, বিএটিবিসি ফ্যাক্টরি এলাকা। 

বৃহস্পতিবার যেসব এলাকায় সাপ্তাহিক ছুটি থাকবে:
ঢাকা–১ এর আওতাধীন গাজীপুরের কালিয়াকৈর, নন্দন পার্ক, কাঞ্চনপুর, তালাবহ এলাকা। 
গাজীপুর–১ এর আওতাধীন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এলাকা। 
গাজীপুর–২ এর আওতাধীন গাজীপুরের রাজেন্দ্রপুর, শ্রীপুরের ধলাদিয়া, ফাওগান, সাটিয়াবাড়ী এলাকা। 
ময়মনসিংহ–২ এর আওতাধীন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা, মাওনা বাজার, এমসি বাজার এলাকা।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে