Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাচ্ছেন শুক্রবার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাচ্ছেন শুক্রবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী শুক্রবার তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আসছেন। সেখানে তিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় বক্তব্য দেবেন।

চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও দুবার কোটালীপাড়ায় এসেছেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা এবং ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তখন উপজেলাটি ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছিল।

তবে এবার নেই কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন। এবার নির্বাচনী আচরণবিধি মেনে কর্মিসভা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এবারের আগমন একটু ব্যতিক্রম। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার শুরু করব।’

আয়নাল হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় যোগ দেবেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই কর্মিসভা করব। এই কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ব্যাপারে যে নির্দেশ দেবেন, আমরা তা মেনে চলব।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা সদর ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে