Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি ধারণ: যুব মহিলা লীগের সেই নেত্রী বহিষ্কার

সাভার (ঢাকা) প্রতিনিধি

স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি ধারণ: যুব মহিলা লীগের সেই নেত্রী বহিষ্কার

সাভারে এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ তাবাচ্ছুম মিশু সাময়িক বহিষ্কার হয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শাখার ভারপ্রাপ্ত যুগ্ম-সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

অভিযুক্ত ওই নেত্রী ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, ‘আমারা নেত্রীর নির্দেশ, যেকোনো নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি। কোনো নেতা-কর্মীর অপকর্মের দায়ভার সংগঠন কখনোই নেবে না। তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’ 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে শনিবার (১৯ আগস্ট) সকালে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী এক কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদসংলগ্ন গেন্ডা এলাকার নিজ বাসা থেকে মেহনাজ মিশুকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ

সাভারে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর গ্রেপ্তার

ধর্ষণের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন

ছোট বোনের স্বামীর আঘাতে মৃত্যুর অভিযোগ, লাশ ঢামেকে

ফরিদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট: ৬ আসামি তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক

বন কর্মকর্তা সাইদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামে মামলা, স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ