শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম পলাশ চঞ্চলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃতদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব নেতা–কর্মীকে ওই সব (বহিষ্কৃত) নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
এতে আরও জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একটি দলের নেতা ছিল বহিষ্কৃত এস এম পলাশ চঞ্চল। বিষয়টি জেলা যুবদল অবগত হয়েছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল দল তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।’