রাজধানীর গাবতলী টার্মিনাল, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের আলাদা আলাদা দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, যাত্রীবাহী বাসে আগুন দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুনের খবর পায় তারা। তার ১০ মিনিট পরে ৮টা ৩০ মিনিটে গাবতলী বাস টার্মিনালের সামনে যাত্রীবাহী আরেক বাসে আগুন দেয়। আবার রাত ৯টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাত ৯টার সময় যাত্রাবাড়ীতে আরও এক বাসে আগুন দেওয়া হয় ।