Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কলেজছাত্রী স্নেহা হত্যার আট মাস, ময়নাতদন্ত প্রতিবেদনই পাননি তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কলেজছাত্রী স্নেহা হত্যার আট মাস, ময়নাতদন্ত প্রতিবেদনই পাননি তদন্ত কর্মকর্তা

রাজধানীর মোহাম্মদপুরস্থ প্রিপারেটরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার স্নেহা হত্যার ঘটনার আট মাস পেরিয়ে গেলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাননি তদন্তকারী কর্মকর্তা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় প্রকৃত খুনিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে না।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে স্নেহার পরিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।

স্নেহার মা নাজনীন নাহার বলেন, ‘গত বছরের ৫ জুন সামিয়া আক্তার স্নেহাকে হত্যা করা হয়। হত্যার দশ দিন আগেও এ বিষয়ে জানত তার এক বন্ধু। ঘটনার সময় রায়হান নামে এক যুবকের সহযোগিতায় বন্ধু শায়লা সিকদার আকুতিমিনতি করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। শায়লার অপর বন্ধু তাহসিনদের বাসার ছাদে নিয়ে যায়। এ সময় স্নেহাসহ পাঁচজন সেখানে উপস্থিত ছিল। তারা পরিকল্পিতভাবে স্নেহাকে খুন করেছে।’

এ সময় স্নেহা খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করে ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি ও র‍্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্নেহার পরিবারের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীতএ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় রায়হানসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে হত্যা মামলা করেছে স্নেহার পরিবার। শুধু এজাহারনামীয় আসামি রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ হত্যাকাণ্ডের আগে স্নেহার মোবাইল ফোনে এবং মেসেঞ্জারে সন্দেহজনক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 

আলোচিত কলেজছাত্রী খুনের মামলাটি ধানমন্ডি থানা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজছাত্রী খুনের ঘটনায় এখনো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসেনি। প্রতিবেদন পেলেই জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, স্নেহার মায়ের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাঁদের ভুল ধারণা। যে কাউকে ইচ্ছে করলেই গ্রেপ্তার করা যায় না। তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করতে হয়।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে