রাজধানীর মতিঝিলের ১৫ তলা মডার্ন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার জানান, মডার্ন ম্যানশনের দোতলায় তিনটি এবং তৃতীয় তলার দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আজ সাইনবোর্ড টাঙিয়ে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দ্রুত ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
শাহজাহান শিকদার আরও জানান, ভবনটি অনেক পুরোনো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর ভবনটি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। ভবনটিতে দোকান ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
এর আগে গত ৭ মার্চ সোমবার সন্ধ্যায় ভবনের দেয়াল ও পিলারে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে সোমবার রাতে ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল ভবনটিতে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখে। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।