মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের দেবাশীষ মন্ডল (৩১)।
আজ বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরও জানান, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈরের সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা–পুলিশের একটি দল। পরে সেখান থেকে দেবাশীষ মন্ডল, অনিমেষ গাইন, কৌশিক হীরা ও তহুরুল শেখ নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।