Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ 

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পৌর শহরের শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৭), মো. আবু রায়হান রনি (২৭), বীরহাটি গ্রামের মো. মিজানুর রহমান (৩৫), ঘাটান্দি গ্রামের মো. রফিক বেপারী (৩৬) এবং জেলার গোপালপুর উপজেলার নলিন গ্রামের মো. খলিলুর রহমান খান (৩৮)। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচজনকে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের নামে মামলা দিয়ে আজ রোববার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে