Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।

বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন