নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন তিনি।
এ ছাড়া, আজ নারায়ণগঞ্জ বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
দিপু ভুইয়া বলেন, ‘বিএনপির সারা দেশজুড়েই নির্বাচন বয়কট করেছে। রূপগঞ্জ আলাদা কিছু নয়। আমরা সবাইকে বলছি এটি একটি ডামি নির্বাচন হচ্ছে। এই নির্বাচন থেকে যেন সবাই বের হয়ে আসে। কেউ যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেন। বিএনপি যেহেতু এই ডাক দিচ্ছে তাই বিএনপি নেতা-কর্মীরা বিরত থাকবে।’
অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং কাঞ্চন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশার বাদশাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’