Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজারবাগ পিরের বিদেশযাত্রা ঠেকাতে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদন, ঢাকা

রাজারবাগ পিরের বিদেশযাত্রা ঠেকাতে হাইকোর্টে আবেদন

রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সম্পূরক আবেদন করেছেন ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী এমাদুল হক বশির। পির দিল্লুর রহমান ছাড়া অন্যরা হলেন শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম। 
 
এর আগে গোয়েন্দা বিভাগের তদন্তে ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে ৪৯টি ভুয়া মামলার নেপথ্যে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমানের নাম উঠে আসে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে ওই তদন্ত প্রতিবেদনও দাখিল করে। 
 
প্রতিবেদনে বলা হয়, সম্পত্তি হস্তান্তর না করায় পির ও তাঁর অনুসারীদের সঙ্গে একরামুলের শত্রুতা তৈরি হয়। ওই শত্রুতার কারণেই ঢাকাসহ সারা দেশে কাঞ্চনের বিরুদ্ধে ৪৯টি মামলা করেন পির দিল্লুর রহমান ও তাঁর অনুসারীরা। তাঁরা হীনস্বার্থ হাসিলের জন্যই হয়রানিমূলক এসব মামলা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই পিরসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা চেয়ে প্রার্থনা করা হয়। 

এদিকে গত মঙ্গলবার রিটকারী পক্ষের আইনজীবী এমাদুল হক বশির বলেন, প্রথম রিটে রাজারবাগ পিরকে বিবাদী করা হয়নি। কিন্তু সিআইডির তদন্ত প্রতিবেদনে নাম আসায় তাঁকেসহ চারজনকে বিবাদী করতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

এমাদুল হক বশির বলেন, ‘মামলা সিন্ডিকেটের মূল হোতা রাজারবাগ পির। আমরা আদালতে আবেদন করব, যাতে পিরের আস্তানা বন্ধ করা হয়। এ ছাড়া পির দিল্লুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আবেদন করব।’ 

গত ১৪ জুন এক আদেশে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় দাখিল করা ৪৯টি মামলার বাদীকে খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। এ ছাড়া ওই ৪৯টি মামলার বৃত্তান্ত নিয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এরপর সিআইডি প্রতিবেদন দাখিল করে। 

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ