টাঙ্গাইলের মির্জাপুরে হাসান মিয়া ওরফে হাসু (৬৫) হত্যা মামলার প্রধান আসামি সজল মিয়া ওরফে উজ্জলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার গোড়াই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উজ্জলের বাড়ি উপজেলা সদরের সরিষাদাইড় গ্রামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
গত শুক্রবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে মেয়ের শ্বশুর বাড়ির জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে যান হাসান মিয়া ওরফে হাসু (৬৫)। তখন মেয়ের শ্বশুর বাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেন। পরদিন নিহত হাসান মিয়ার ছেলে রাকিব বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, মামলার প্রধান আসামি সজল মিয়া ওরফে উজ্জলকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের হাজির করা হবে।