Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী কাজে লাগাতে হবে: বিজিএমইএ সভাপতি

বিজ্ঞপ্তি

পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী কাজে লাগাতে হবে: বিজিএমইএ সভাপতি

বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

শুক্রবার পেশাজীবী সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের (বিজিডব্লিউটিএফ) ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় প্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ অবস্থায় পোশাকের ন্যায্য দাম পাওয়াও কঠিন হয়ে গেছে। তাই বৈশ্বিক মন্দায় পোশাক শিল্পের ধাক্কা সামলাতে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।

সংকট উত্তরণে বিজিডব্লিউটিএফর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মেহেদি হাসান বলেন, বস্ত্রশিল্পের প্রকৌশলীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপচয় কমিয়ে আনতে হবে।

সংগঠনটির সভাপতি আব্দুস সালাম চলমান সংকট নিরসনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত দক্ষতা বাড়াতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহসিন শিশির বলেন, ওয়াশিং টেকনোলজিস্টদের দক্ষতাই পারে পানির অপচয় কমিয়ে কাপড়ের গুণগত-মান রঙের উজ্জ্বলতা বাড়াতে। যা পোশাক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতেও সহায়তা করবে।

ডেনিম সলিউশন লিমিটেডের সহায়তায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা নিজের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু