গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সীমানা মধ্যবর্তী শীতলক্ষ্যা নদের তীর দখল করে শুরু হওয়া ওয়্যারহাউস নির্মাণকাজ দ্বিতীয়বারের মতো বন্ধ করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী এ নির্মাণকাজ বন্ধ করে দেন।
উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে শীতলক্ষ্যা নদের তীর দখল করে আকিজ পার্টিকেলের ওয়্যারহাউস নির্মাণকাজ চলছিল।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী আজকের পত্রিকাকে বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হয়। কয়েক দিন আগে শ্রীপুর উপজেলা প্রশাসন ও কাপাসিয়া উপজেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে নির্মাণকাজ বন্ধ করে দেয়। আজ সকাল থেকে পুনরায় কাজ শুরু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে।’