Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

শার্শায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

শার্শায় প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু। ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাসেল ও বিল্লাল হোসেনের ছেলে জাহিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার ফুটপাত থেকে সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কর্মকর্তা সঞ্জীবন মালাকার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের স্বজনেরা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের নজরদারি কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আলামত হিসেবে মোটরসাইকেলটি জব্দ করা হলেও প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি