কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা ও ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার রাতে র্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বপন ফিলিপনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্বপন ২০০২ সালের ২৮ এপ্রিল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহাজাহান আলী হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পান। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামিকে রাতেই দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।