Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় নানাবাড়িতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছায় নানাবাড়িতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় নানাবাড়িতে গর্তের পানিতে ডুবে জান্নাতুল কোবরা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জান্নাতুল কোবরা চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিন ও ফাতেমা দম্পতির মেয়ে। তার মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহত শিশুর নানা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁদের বাড়ির উঠানের এক কোণে ধান সেদ্ধ করতে পানি রাখার জন্য গর্ত করা আছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিল। আজ রোববার সকাল ৭টার দিকে খেলা করতে করতে জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। 

জান্নাতুল কোবরার মা বাড়ির মধ্যে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ধান ভেজাতে তৈরি করা গর্তের পরিত্যক্ত পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন বলে জানান সিরাজুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আল্ ইমরান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি