সাতক্ষীরা জেলার আওতাধীন বিএনপির সব উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা ও পৌরসভার ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটি গঠনের জন্য উপজেলাভিত্তিক সাংগঠনিক দল গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এই সাংগঠনিক দল গঠন করা হয়। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক দল গঠন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তালা ও কলারোয়া উপজেলার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি; সাতক্ষীরা সদরের জন্য যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান; আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের জন্য যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম এবং শ্যামনগরের জন্য অপর যুগ্ম আহ্বায়ক তাশকিন আহমেদ চিশতি।
এর আগে সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।