হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চায়ের দোকানে যুবককে গুলি, পালানোর সময় আটক ১

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মডার্ন সি ফুডের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান মানিক (২৫) বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মডার্ন সি ফুড কোম্পানিতে কাজ করেন। আটক হওয়া ব্যক্তির নাম রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমরান কোম্পানির সামনে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তা তাঁর পায়ে লাগে। পরে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে মোটরসাইকেলে থাকা একজনকে ধরে ফেলেন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানাতে পারেননি ওসি।

তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য ব্যক্তিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

সেকশন