Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চায়ের দোকানে যুবককে গুলি, পালানোর সময় আটক ১

খুলনা প্রতিনিধি

খুলনায় চায়ের দোকানে যুবককে গুলি, পালানোর সময় আটক ১
প্রতীকী ছবি

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মডার্ন সি ফুডের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইমরান মানিক (২৫) বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে। তিনি মডার্ন সি ফুড কোম্পানিতে কাজ করেন। আটক হওয়া ব্যক্তির নাম রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইমরান কোম্পানির সামনে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তা তাঁর পায়ে লাগে। পরে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে মোটরসাইকেলে থাকা একজনকে ধরে ফেলেন। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানাতে পারেননি ওসি।

তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য ব্যক্তিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি