Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাটকেলঘাটায় পাটের আবাদ বেশি হলেও দাম নিয়ে হতাশ কৃষক

প্রতিনিধি, পাটকেলঘাটা (সাতক্ষীরা)

পাটকেলঘাটায় পাটের আবাদ বেশি হলেও দাম নিয়ে হতাশ কৃষক

সাতক্ষীরার পাটকেল ঘাটায় অন্য বছরের তুলনায় এবার পাটের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষাবাদ হয়েছে। এ বছর পাট চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৮৫০ হেক্টর জমি। কিন্তু পাটের ফলন ভালো না হওয়ায় কৃষকেদের অনেকে লোকসানের শঙ্কায় আছেন।

বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গত দুই বছর বাজারে পাটের দাম ভালো ছিল। এতে তাদের লাভও ভালো হয়েছে। যে কারণে অনেক কৃষকই চাষের জমির পরিমাণ বৃদ্ধি করেছেন। পাটকেল ঘাটার শহিদুল গাজী জানান, এ মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। গত বছর তিনি পাট আবাদ করেছিলেন ৩ বিঘা জমিতে। সব মিলে বিঘাপ্রতি তার ৯ হাজার টাকার বেশি উৎপাদন খরচ হতে পারে। তবে গত মৌসুমে পাট উৎপাদন করে তাঁর লাভ হয়েছিল বলেও জানান তিনি।

একই গ্রামের কৃষক শফিদুল ইসলাম জানান, তিনি ১০ থেকে ১৫ বছর ধরে অন্যান্য ফসলের পাশাপাশি পাট চাষ করে আসছেন। এ বছরও তিনি ২ বিঘা জমিতে তোষা জাতের পাট আবাদ করেছেন। কিন্তু অন্য বছরের তুলনায় ফলন কম হওয়ায় হতাশ তিনি। তার ওপর বর্তমানে পাটের বাজার দর কম ২ হাজার থেকে ২২ শ টাকায় মন বিক্রি হচ্ছে। এতে বর্গাচাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশিষ কুমার জানান, জেলায় অন্য বছরের তুলনায় ২০ ভাগ বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ এলাকার কৃষকেরা অন্যান্য ফসলের পাশাপাশি কমবেশি পাট চাষ করেন। গত তিন-চার বছরের তুলনায় এ বছর উৎপাদন লক্ষ্যও বেশি ছিল। এবার জেলায় তোষা, ফাল্গুনী, মেসতা, গুটি ও স্থানীয় জাতের পাট চাষ করা হয়েছে। তবে স্থানীয় জাতের থেকে এ অঞ্চলে তোষা জাতের পাটের উৎপাদন ভালো হয়। তোষা জাত থেকে হেক্টরপ্রতি গড়ে ১৩ থেকে ১৪ বেল পর্যন্ত পাট পাওয়া সম্ভব। 

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ