Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার

কেশবপুর (প্রতিনিধি) যশোর

কেশবপুরে বিলুপ্তপ্রায় প্যাঁচা উদ্ধার
আহত প্যাঁচাকে উদ্ধার করে সৌম্য দাস চিকিৎসার জন্য নিয়ে আসেন প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহত অবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। আজ বুধবার দুপুরে আহত প্যাঁচাটিকে তিনি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে যান।

কলেজছাত্র সৌম্য দাস (১৯) বলেন, ‘গ্রামের একটি বাঁশবাগানে আহত অবস্থায় প্যাঁচাটি পড়ে ছিল। বাগান থেকে উদ্ধার করে প্যাঁচাটিকে সুস্থ করতে প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকারের কাছে নিয়ে আসি। তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ওষুধ দিয়েছেন। পাখিটি সুস্থ হলে আবার বাগানে ছেড়ে দেওয়া হবে। আমি দীর্ঘদিন ধরে এভাবে পশুপাখির সেবা করে আসছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার হওয়া প্যাঁচাটি বিলুপ্তপ্রায় স্ট্রিগিডি প্রজাতির। এটি পুরুষ প্যাঁচা। ধারণা করা হচ্ছে, খাবার সংগ্রহ করতে গিয়ে বাম পায়ে ও চোখে আঘাত পেয়েছে। শরীরে স্বাভাবিকের চেয়ে তাপ কম রয়েছে। দুর্বলতার কারণে এটি উড়তে পারছে না। চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত প্যাঁচাটি সুস্থ হয়ে যাবে।’

অলোকেশ কুমার আরও বলেন, কলেজছাত্র সৌম্য দাসের হেফাজতে প্যাঁচাটি রয়েছে। সুস্থ হলে উদ্ধার করা বাগানে ছেড়ে দেওয়া হবে।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি