Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বিভাগের নাম পুনর্বহালের দাবিতে ফের ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি 

বিভাগের নাম পুনর্বহালের দাবিতে ফের ইবিতে মানববন্ধন
‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় আগের নামে বাস্তবায়নের দাবিতে একদল শিক্ষার্থীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’ বিভাগের নাম পুনরায় ‘এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জানুয়ারি) প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রহমান হাসান শোভন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আমরা যে নামে ভর্তি হয়েছি, সেই নামই পুনর্বহাল চাই। এটি আমাদের অধিকার।’

আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে। তা না হলে প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’

প্রসঙ্গত, গত বছর ২৪ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থীরা।  সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেয় তারা। পরবর্তীকালে, প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সে সময় শিক্ষার্থীরা জানিয়েছিলেন, বিভাগের বর্তমান নাম পরিবর্তন করা হলে চাকরি ক্ষেত্রে এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে। যেটা থেকে তাঁরা বর্তমানে বঞ্চিত হচ্ছেন।

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক

চার গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাই

কুষ্টিয়ায় গরুবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৫০

গাংনীতে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

খুলনায় কসাইয়ের চাপাতির আঘাতে আরেক কসাই নিহত

দেড় বছরে ১৫ জাহাজ ডুবি

সীমান্তের গোয়ালঘরে মিলল ৩ কোটি টাকার সোনা

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা