হোম > সারা দেশ > খুলনা

দুই দিনে ৮৩ ইসকনভক্তকে ফেরত পাঠাল বেনাপোল ইমিগ্রেশন

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ—ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ১০টায় নয়জনকে এবং গতকাল শনিবার ৭৪ জনের ভারত ভ্রমণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপত্তি জানালে তাঁরা ফিরে যান। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকনভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে আসেন।

দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাঁদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে না বলে জানানো হয়। ফলে ফিরে যান তাঁরা।

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

তবে ভারত যাত্রার উদ্দেশে বেনাপোলে আসা ইসকনভক্তরা জানান, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে তাঁরা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা ভারতে ঢুকতে পারেননি।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিত উদ্বেগজনক। সন্দেহজনক যাত্রা মনে হওয়ায় তাঁদের ভ্রমণে আপত্তি জানানো হয়েছে। এতে গত দুই দিনে ৮৩ জন ইসকনভক্ত ফিরে গেছেন। ভারতীয় ইমিগ্রেশন তাদের কাউকে সন্দেহ হলে প্রতিদিন এমন অনেককেই ভ্রমণে আপত্তি জানিয়ে ফেরত দিচ্ছে। তবে সাধারণ পাসপোর্টধারীদের ভ্রমণে কোনো বাধা নেই বলে জানান ওসি।

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ঢোকার সময় গত দুই দিনে ইসকনের ৮৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

জানা যায়, সম্প্রতি দেশদ্রোহি মামলায় গ্রেপ্তার হন সাবেক ইসকন নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনা ঘটে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ঘিরে ভারতের বিভিন্ন উগ্র সংগঠন বাংলাদেশিদের ভিসা, চিকিৎসাসেবা ও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্য ও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮৬টি ট্রাক বিভিন্ন পণ্য আমদানি ও ১৬২টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছেন ৫ হাজার ৩৫৭ জন। বাণিজ্য ও ভ্রমণ স্বাভাবিক আছে।

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

সেকশন