হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে ঘন কুয়াশায় গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল বাস

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে। এতে সাতজন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়ায় এলাকায় জীবননগর-দত্তনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন বাসচালক মোহাম্মদ এবাদুল ইসলাম, আরোহী আল আমিন, মিজান, টিটু তুফান ও ইয়াসিন। এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সবাই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর থেকে আট থেকে নয়জন যাত্রী নিয়ে চালক মোহাম্মদ এবাদুল ইসলাম বাস চালিয়ে জীবননগরের দিকে আসছিলেন। বাসটি জীবননগর-দত্তনগর সড়কের তেঁতুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকসহ সাতজন আরোহী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন বলেন, সকালে আহত কয়েকজন এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরে গেছেন।

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

সেকশন