Ajker Patrika

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

খুবি প্রতিনিধি 
মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা।

মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। তাঁরা বিভিন্ন স্লোগানে কুয়েট প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানান এবং মামলা ও ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ভিসি মাছুদের পদত্যাগ’–সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত, সেখানে শিক্ষার্থীদের ভয়ভীতি ও মামলার মুখোমুখি করা হচ্ছে—এটি শিক্ষার পরিবেশে অশুভ ইঙ্গিত বহন করে। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ সমাবেশে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানর মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজ কুয়েটের ঘটনায় মনে হচ্ছে আমরা আবারও একটি ফ্যাসিবাদের দেশ পেয়েছি। আমরা অবিলম্বে কুয়েট ভিসির পদত্যাগ চাই।’

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হলে প্রবেশ ঠেকাতে হল বন্ধ রাখা হয়েছে। আমরা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। কুয়েট শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। অবিলম্বে দালাল ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করছি। এই অপচেষ্টা রুখতে সারা দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ।’

উল্লেখ্য, কুয়েট শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর কুয়েট’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত