সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৯ বছরের এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আগরদাড়ি গ্রামে শিশুর বাড়ি থেকে অদূরে এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম নুসরাত জাহান। সে আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেলের মেয়ে এবং আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার সকাল ১০টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বেলা ২টার দিকে স্থানীয়রা পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজনকে জানায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।