মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আশাদুল হক (৪০) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার নিশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।’