Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ইবিতে উচ্চ শব্দে গানবাজনা বন্ধ করতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ 

ইবি প্রতিনিধি

ইবিতে উচ্চ শব্দে গানবাজনা বন্ধ করতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিদিনই প্রায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্চ শব্দে গানবাজনা চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা-কার্যক্রম। মধ্যরাতে মাইকের শব্দে রীতিমতো অতিষ্ঠ শিক্ষার্থীরা। 

এ ঘটনায় আজ মঙ্গলবার আবাসিক হলগুলোতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। 

অভিযোগে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলোতে প্রায়ই রাতে উচ্চ শব্দে গান বাজানো হয়। যেটা কয়েকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি। প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত গান তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। 

এদিকে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজানোর কারণে হল এলাকায় পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে হল কর্তৃপক্ষও জানালেও কোনো সুরাহা হয়নি বলে জানান আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ লক্ষ করছি প্রতিদিনই রাত হলেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়। আজ আমার পরীক্ষা ছিল, গতকাল (সোমবার) সারা রাত কিছু পড়তে পারিনি। তাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর রেজিস্ট্রার বরাবর নোট পাঠিয়ে দিয়েছি। আগামীকাল ১২টায় বিষয়টা নিয়ে উপাচার্য কার্যালয়ে সভা হবে। ভোগান্তির ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ত আরোপ করা হবে।’

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ