Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

এক মাস আগে বাবার বাড়ি গেছেন স্ত্রী, ফেরাতে ব্যর্থ হয়ে যুবকের ‘আত্মহত্যা’

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

এক মাস আগে বাবার বাড়ি গেছেন স্ত্রী, ফেরাতে ব্যর্থ হয়ে যুবকের ‘আত্মহত্যা’
মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে আব্দুর রহিম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উপজেলার রোহিতা শেখপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে আব্দুর রহিম পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান বলেন, আব্দুর রহিম রাজমিস্ত্রির কাজ করতেন। দুই বছর আগে একই উপজেলার বাকোশপোল গ্রামে বিয়ে করেন তিনি। এক মাস আগে মনোমালিন্য হলে বাবার বাড়ি চলে যান তাঁর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার স্ত্রীকে ফিরিয়ে আনতে বাবা পিয়ার আলীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যান রহিম। স্ত্রী ফিরতে রাজি না হওয়ায় তাঁরা চলে আসেন।

ইউপি সদস্য মেহেদী হাসান আরও বলেন, ‘আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আব্দুর রহিম। পরে আমরা থানায় গিয়ে অপমৃত্যু মামলা করেছি। এরপর খেদাপাড়া ক্যাম্পের পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে আব্দুর রহিম অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি