Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে গ্রামে ঢুকছে খোলপেটুয়া নদীর পানি। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্য ঘের। ডুবে আছে কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল। এতে করে স্থানীয় বাসিন্দাদের ঈদুল ফিতরের আনন্দ উধাও হয়ে গেছে।

আজ সোমবার দুপুরে উপজেলার বিছট গ্রামে বেড়িবাঁধের প্রায় দেড় শ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় আনুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিছট গ্রামের বাসিন্দা শওকত হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শওকত বলেন, ‘সোমবার সকালে আমরা ঈদের নামাজ আদায় করে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় খবর আসে আব্দুর রহিম সরদারের চিংড়ি ঘেরের কাছে বেড়িবাঁধ ধসে পড়ছে। বিষয়টি গ্রামের মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙন এলাকায় যেতে বলা হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন এলাকায় একটি বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করে। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। দুপুর ১২টার দিকে প্রবল জোয়ারের তোড়ে বাঁধের অবশিষ্ট অংশ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।’

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়াসহ ছয়টি গ্রামে পানি ঢুকেছে। কয়েক হাজার বিঘা জমির মাছের ঘের ভেসে গেছে। ডুবে আছে কয়েক হাজার হেক্টর জমির বোরোখেত।’

আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, ‘বেড়িবাঁধের প্রায় দেড় শ ফুট এলাকা খোলপেটুয়া নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিষয়টি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ৪-৫ ঘণ্টা পার হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখনো ঘটনাস্থলে যাননি।’

এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেনের ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ধর্ষণের অভিযোগে যবিপ্রবির শিক্ষক সুজন চৌধুরীকে বহিষ্কার

পুলিশ ফাঁড়িতে হামলার শিকার সমন্বয়ক, দুষলেন বিএনপিকে

পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির পদত্যাগ, বাধ্য করার অভিযোগ

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

কুয়েটে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ শিক্ষক-শিক্ষার্থীদের, হলের ইন্টারনেট-পানি বন্ধ

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে স্থবির যশোর

৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

৬টি হলের তালা ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা, আইনভঙ্গ বললেন ভিসি

১ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ, সাবেক হুইপের নামে দুদকের মামলা