চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে রাসেল হোসেন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণবটি গ্রামের পশ্চিমপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর মাহিম হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
চাঁচড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক আকিকুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে রাসেলের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।