হোম > সারা দেশ > খুলনা

ডিবিবিএলের এজেন্ট শাখায় ডাকাতি: ১০০ দিনেও সূত্র মেলেনি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজারের ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও রহস্য উদ্‌ঘাটন হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।

ভাটখালী বাজারের ডাচ্‌ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিচালক মো. নাইম রাকিব বলেন, ‘গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ভাটখালী বাজারের ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় দুবার মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঘটনার পরদিন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার তৎকালীন ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আউটলেটের সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয় পুলিশকে। কিন্তু এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও এখনো কোনো কিছুই হয়নি।

বাজারের মুরগি ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বাজারে ২০০-এর মতো ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ব্যবসায়ী ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে লেনদেন করি। পাশাপাশি সেখানে সিন্দুক থাকায় কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্রও রাখতাম। সিসি ক্যামেরা থাকার পরেও এত বড় ঘটনা ঘটল, কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।’

এ বিষয়ে ভাটখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ফারুক হোসেন বলেন, পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছিল যে ডাকাতির ঘটনা উদ্‌ঘাটিত হবে। কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় এজেন্ট আউটলেটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন