Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দোকান ভেঙে নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

দোকান ভেঙে নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, নিহত ১

বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের বাসটিতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা বাসটি এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ‘ধারদেনা করে সাত দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাসমালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার মাথা গোঁজার ঠাঁই থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।’

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি