হোম > সারা দেশ > খুলনা

দোকান ভেঙে নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের বাসটিতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা বাসটি এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ‘ধারদেনা করে সাত দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাসমালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার মাথা গোঁজার ঠাঁই থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।’

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন