Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যুবদল নেতা রাতে নিখোঁজ, সকালে মিলল গলাকাটা মরদেহ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

যুবদল নেতা রাতে নিখোঁজ, সকালে মিলল গলাকাটা মরদেহ
যুবদল নেতা আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মইন উদ্দীনের ছেলে।

গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাঁর পরিবার যুবদল নেতাসহ স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পায়নি। পরে আজ তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাইমনতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আলমগীরের স্বজনেরা জানান, আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তিন মাস আগে বাড়িতে এসেছেন। তাঁর দুই মেয়ে।

নিহত ব্যক্তির ছোট ভাই আল আমিন বলেন, আলমগীর রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ‘সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও যুবদলের নেতারা।

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

বাগেরহাটে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

৫৭ ঘণ্টা অনশনের পর কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি