হোম > সারা দেশ > খুলনা

যুবদল নেতা রাতে নিখোঁজ, সকালে মিলল গলাকাটা মরদেহ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

যুবদল নেতা আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মইন উদ্দীনের ছেলে।

গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, আলমগীর হোসেন গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাঁর পরিবার যুবদল নেতাসহ স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পায়নি। পরে আজ তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাইমনতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আলমগীরের স্বজনেরা জানান, আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। তিন মাস আগে বাড়িতে এসেছেন। তাঁর দুই মেয়ে।

নিহত ব্যক্তির ছোট ভাই আল আমিন বলেন, আলমগীর রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বলেন, ‘সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মিল্টন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও যুবদলের নেতারা।

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

সেকশন