মালয়েশিয়ায় সড়কের পাশে ঘাস কাটার সময় যানবাহনের ধাক্কায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল কাদের বাবুল (৬০)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। বাবুল ১৫-১৬ বছর আগে ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান।
আজ বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ১টার দিকে সেরেমবান শহরে দুর্ঘটনাটি ঘটে। আব্দুল কাদের বাবুল মনিরামপুরের কোদলাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রোহিতা ইউপির কোদলাপাড়া ওয়ার্ডের বর্তমান সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘আব্দুল কাদের বাবুল আমার প্রতিবেশী। ১৫-১৬ বছর আগে তিনি এই ওয়ার্ডের ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান। দুপুরে দেশটির সেরেমবান শহরে সড়কের পাশে ঘাস কাটার কাজ করছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যানবাহন তাঁকে ধাক্কা দেয়। বাবুল ১৫-২০ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে ভারতের এক নাগরিক কাজ করছিলেন। তিনিও ওই দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখান থেকে জানতে পেরেছি।’