মেহেরপুরের গাংনীতে মোছা. রুবিনা খাতুন (১৬) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার হাঁড়িয়াদহ গ্রামের নিজ শয়নকক্ষের বাঁশের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রুবিনা খাতুন ওই গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, ওই পরিবারের সদস্যদের চিৎকারে গিয়ে দেখেন রুবিনা মারা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রাজু আহমেদ জানান, আগামীকাল শুক্রবার রুবিনার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রুবিনা বিয়েতে রাজি ছিল না। সে কারণে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গলায় ফাঁস নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।