Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পার্কিং লাইট জ্বললে ব্যাটারির সঙ্গে সুইচের সংযোগ থাকে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়ির আশপাশে আগুন দেওয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সেই বাস চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের ওপর রাখে।

ঘটনাস্থল পরিদর্শন করা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘বাসে আগুন ধরেছে এটা ঠিক। নাশকতা না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার সামনে রাখা বাসে আগুন দেওয়া অসম্ভব মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল