Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যুবদল নেতার মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যুবদল নেতার মৃত্যু

সাতক্ষীরার তালায় বিএনপি নেতা হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে হার্ট অ্যাটাকে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। 

মৃত যুবদল নেতা সেখ ফারুক হোসেন (৪২) তালা উপজেলার উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। 

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, আজ বিকেলে উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদল নেতা ফারুকের। এ সময় দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এদিকে সেখ ফারুক হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্যসচিব মোস্তফা মহাসীন মন্টু, থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় এসপি অফিসের সামনে অবস্থান

ঘুষি মেরে ট্রাফিকের নাক ফাটানো ছাত্রদল নেতা কারাগারে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

খুলনায় কসাইকে কুপিয়ে হত্যা: একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে

ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটানোয় ছাত্রদল নেতা আটক

যবিপ্রবিতে বঙ্গবন্ধু একাডেমিক ভবনসহ ৫ স্থাপনার নতুন নামকরণ

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

সালিসে হাতাহাতিতে আহত কৃষকের মৃত্যু, সাবেক সেনাসদস্য আটক