Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

রাজনীতি শুরু করেছি, করে যাব: খুন হওয়া এমপি আজীমের মেয়ে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনীতি শুরু করেছি, করে যাব: খুন হওয়া এমপি আজীমের মেয়ে 

কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, তিনি রাজনীতি শুরু করেছেন এবং রাজনীতি করে যাবেন। আজ শুক্রবার সকালে ঝিনাইদহে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডরিন বলেন, ‘রাজনীতি শুরু করেছি, রাজনীতি করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দেবেন, আমার চাচা আমাকে পরামর্শ দেবেন। সবার পরামর্শে আমি রাজনীতি করব। তবে এটাও ঠিক, এখন এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না।’ ডরিন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত, তবে আনুষ্ঠানিক কোনো পদে নেই তিনি।

সংবাদ সম্মেলনের আগে এমপি আজীমের কন্যা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। দুই দেশের গোয়েন্দাদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। তাঁরা সবাই আশ্বাস দিয়েছেন, বাবা হত্যার বিচার আমরা পাব।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাবা হারানোর দুঃখ বোঝেন, তিনি আমার কষ্টও বুঝতে পারবেন।’

উল্লেখ্য, ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আজীম। প্রথমে তিনি উঠেছিলেন বরাহনগরে তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। সেখান থেকে দুই দিন পর নিখোঁজ হন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে নিখোঁজ ডায়েরি করেন গোপাল। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে। তারপর সংসদ সদস্যের খোঁজ শুরু হয়।

সিআইডির তদন্তে উঠে এসেছে, আজীম কলকাতায় আসার অনেক আগেই সেখানে চলে এসেছিল অভিযুক্তরা। শহরে বসেই তাঁরা খুনের পরিকল্পনা করেন। দুই অভিযুক্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিলেন ২ থেকে ১৩ মে পর্যন্ত।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ