হোম > সারা দেশ > খুলনা

পথচারীর চোখ জুড়াচ্ছে সড়কের পাশের কৃষ্ণচূড়া ফুল

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

বৈশাখ মাসের শেষের দিকে এসে প্রকৃতিতে বিরূপ আবহাওয়া তৈরি হয়েছে। কখনো দেখা মিলছে রোদ, কখনো ঝড়-বৃষ্টির। এই আবহাওয়ার মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়কের পাশে প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়েছে কৃষ্ণচূড়া ফুলের লাল রং, যা দেখে চোখ জুড়ায় পথচারীর।

গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সড়কের ধারে কৃষ্ণচূড়া গাছে লাল রঙের ফুল ফুটেছে। উপজেলার মোহাম্মদপুর, জোড়পুকুরিয়া, করমদি, দেবীপুরসহ বিভিন্ন গ্রামের সড়ক ও রাস্তায় নানান গাছের মাঝে ফুল ফোটায় স্বাতন্ত্র্য জানান দিচ্ছে কৃষ্ণচূড়াগাছ।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে কম-বেশি কৃষ্ণচূড়াগাছ আছে। এসব গাছে ইতিমধ্যে ফুল ফুটেছে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে পথচারীরা।

উপজেলার মোহাম্মদপুর গ্রামের রাজু আহমেদ বলেন, ‘আমাদের হোগলবাড়িয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাস্তায় একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছ এখন ফুলে পরিপূর্ণ। রাস্তার ধারে কৃষ্ণচূড়ার গাছটিতে ফুল ফোটায় সড়কটি দেখতে অসাধারণ লাগে।’

সড়কের পাশে কৃষ্ণচূড়া লাগানো হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি বিভিন্ন গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে বলে মনে করেন উপজেলার দেবীপুর গ্রামের তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের গ্রামের রাস্তায় কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই গাছে ফুল দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। এই ফুলের গাছ খুব কমই দেখা যায়। আর এই ফুল প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুন রূপে।’

তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সড়কের ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। এই ফুল সড়কের ধারে ফুটলে প্রকৃতি দেখতে বেশ মনোমুগ্ধকর হয়। তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হলে অত্যন্ত সুন্দর দেখাবে।’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন