Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নীচ থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নীচ থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের নীচ থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। পাঁচদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ আনতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে তাঁর নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, কীভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছেন, তা তারা জানেন না। ছুটির দিন রোববার সকাল লিফটে যাতায়াতকারিরা দুর্গন্ধ পেয়ে তাদের অবহিত করলে ওই মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, বন্ধ থাকা লিফটে উঠতে যেয়ে অসাবধানতাবশত তিনি নীচে পড়ে যেয়ে মারা যেতে পারেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ