মাগুরায় মিজানুর রহমান নামের এক প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন এক অভিভাবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শালিখা উপজেলার ছান্দাড়া বাজারে হামলার এ ঘটনা ঘটে।
হামলার শিকার মো. মিজানুর রহমান (৫০) শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে। তিনি বর্তমানে ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। আহত এই শিক্ষক মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বাঁ হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
জাহাঙ্গীর (৪০) নামের এক অভিভাবক এলাকার সন্ত্রাসী ইনছারকে (৫৫) নিয়ে ওই হামলা চালান বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের।
হামলার শিকার প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ছান্দাড়া বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ইনছার ও জাহাঙ্গীর আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে জাহাঙ্গীর আমাকে বলে, ‘‘আমার মেয়েকে কেন পরীক্ষায় ফেল করিয়েছিস?’’ আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে জাহাঙ্গীর ও ইনছার কিল-ঘুষি মারতে শুরু করে। আমি জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালাতে গেলে তারা পেছন থেকে আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আমি আমার ভগ্নিপতি খালেক মোল্লার (৬৫) কাছে আশ্রয় নিলে সেখান থেকে এলাকাবাসী আমাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়।’
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী জাহাঙ্গীর এলাকার মানুষের কাছে পেশাদার চোর হিসেবে পরিচিত; আর ইনছার সন্ত্রাসী। পাঁচ বছর আগে অস্ত্র মামলায় জেল খেটেছিলেন তিনি।
এ বিষয়ে মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’