হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে আজিজুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই।’

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

৫ আগস্ট নিহত আ.লীগ নেতা হিরণসহ ২ জনের লাশ কবর থেকে উত্তোলন

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না: ডা. শফিকুর রহমান

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান

মোংলায় নিয়ন্ত্রণ হারানো ভটভটি উল্টে চালকসহ নিহত ২

যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে যশোরে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ

সেকশন