সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে মমতাজ উদ্দীন (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।
মমতাজ উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়ির আঙিনা থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগানে শুকনো পাতা জড়ো করে তা নষ্ট করার উদ্দেশে আগুন ধরিয়ে দেন তাঁর বাবা। এ সময় অসাবধানতাবশত তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। জায়গাটি নির্জন হওয়ার তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই পুড়ে মারা যান তাঁর বাবা।
ঘটনাস্থল পরিদর্শন করে কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, নিহত ব্যক্তির বয়স বেশি হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।