Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কুমিরা বাজার উচ্ছেদ, বিপাকে দুই শতাধিক ব্যবসায়ী

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

কুমিরা বাজার উচ্ছেদ, বিপাকে দুই শতাধিক ব্যবসায়ী

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় সরকারি জায়গায় করা বাজার উচ্ছেদের কারণে বিপাকে পড়েছেন দুই শতাধিক খুচরা ও পাইকারি ব্যবসায়ী। গত ১৭ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ বিভাগ সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এবং যানজট নিরসনের জন্য অভিযান পরিচালনা করে। 

জানা যায়, সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ও যানজট নিরসনের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে কুমিরা বাজারের দুই শতাধিক ছোটবড় দোকানঘর উচ্ছেদ করা হয়। ফলে ব্যবসায়ীরা এখন বেকার, ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। কাঁচাবাজার ব্যবসায়ীরা পাশের স্কুলের মাঠে বাজার বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয় পানচাষি গোপাল চন্দ্র বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী পানহাট নামে পরিচিত কুমিরা। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় পান সরবরাহ করা হয়। এখানে বসে কাঁচাবাজার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বাজার করতে আসে শত শত ক্রেতাসাধারণ। বাজার উচ্ছেদের কারণে ব্যবসায়ী-ক্রেতাসাধারণ বিপাকে পড়েছেন। 

কুমিরার ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গায় দীর্ঘদিন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। দোকানঘর উচ্ছেদ করে দেওয়ায় আমরা অসুবিধার মধ্যে পড়েছি।’

কাঁচাবাজার ব্যবসায়ীরা স্কুলমাঠে বাজার বসিয়ে ব্যবসা চালাচ্ছেনপাটকেলঘাটার কুমিরা বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, সরকার এই বাজার থেকে প্রতিবছর ১২ লাখ টাকার রাজস্ব পায়। দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করায় ব্যবসায়ীরা এখন আর খাজনা দিতে চান না। তাঁদের নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করতে হবে। 

কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা নির্ধারণের জন্য এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। পার্শ্ববর্তী সরকারি জায়গায় ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা হবে। 

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সরকারের সিদ্ধান্তমতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, যে কারণে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ দারুণ বিপাকে পড়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। 

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ