খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩৯
খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে গতকাল রাতে সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর শামসুর রহমান সড়কের অফিস এলাকায় বিপুলসংখ্যক সেনাসদস্যসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস। তিনি বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা গতকাল সোমবার রাতে দুই ঘণ্টা মোতায়েন ছিলেন। পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে খুলনায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে। ওই ঘটনার পর সোমবার গভীর রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে সোমবার সন্ধ্যা থেকে ভারতীয় সহকারী হাইকমিশন নিরাপত্তা বেষ্টনীতে ছিল বলে জানিয়েছে পুলিশ।