Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ভোটারদের শটগান দিয়ে ভয় দেখানোর অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ভোটারদের শটগান দিয়ে ভয় দেখানোর অভিযোগ

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড তথা বেতাগী উপজেলার সাধারণ সদস্য পদের হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তারের সমর্থকদের শটগান দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচনী প্রচারণা থেকে ফেরার সময় তিনি এ হুমকি দেন বলে অভিযোগে উঠেছে।

আজ শুক্রবার সকালে প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল মার্কার প্রার্থী নাহিদ মাহমুদ লিটুর বিরুদ্ধে এই অভিযোগে এনে বেতাগী থানায় লিখিত অভিযোগ করেন।

হাতি প্রতীকের প্রার্থী বাবুল আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছালে আমার কয়েকজন ভোটারকে শটগান দেখিয়ে লিটু গুলি করার হুমকি দেয়। আমার ভোটারেরা তখন শান্ত অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ার আগে সেই স্থান ত্যাগ করে চলে আসে। এ ঘটনায় আমি আমার এবং আমার ভোটারদের জীবনের নিরাপত্তা চেয়ে আজ থানায় লিখিত অভিযোগ দেই।’

তবে এ অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ লিটু বলেন, ‘নির্বাচনে পরাজয় বুঝতে পেরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র করছে। সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। বাবুল আক্তার নির্বাচনের শুরু থেকে নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে আমার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেই। এর পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁকে শোকজও করেন।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘সদস্য প্রার্থী বাবুল আক্তার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

উদীচীর সম্মেলনে বোমা হামলা: ২৬ বছরেও বিচার পাননি নিহতদের স্বজনেরা

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি